বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের বিচারের দাবীতে বগুড়ায় মানববন্ধন
বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের বিচারের দাবীতে বগুড়ায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি।
আজ মঙ্গবার দুপুরে শহরের সাতমাথায় সনাক জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মনববন্ধন চলাকালে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক ঘটনার ধিক্কার জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসী কর্মকান্ড দূর করতে হবে। আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত বিচার কার্যকর করতে হবে। মনববন্ধনে টিআইবি সনাকের ইয়েস গ্রুপের সদস্যরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এর মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবী জানান।

অনলাইন ডেস্ক