পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন, সকলের হাত, পরিচ্ছন থাক’ এই প্রতিপাদ্য নিয়ে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার পঞ্চগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে সরকারি অডিটোরিয়াম চত্বরে শেষ হয়।
পরে সরকারি অডিটোরিয়ামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ.এন. মো. নাইমূল এহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন চন্দ্র রায়, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মির্জা সাখাওয়াত হোসেন, পৌর মেয়র আলহাজ্ব তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোকাররম হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী বক্তব্য দেন।
সভায় প্রধান অতিথি খুদে শিক্ষার্থীদের মাঝে স্যানিটেশন ও হাত ধোয়ার ষিয়ে সচেতনাতামূলক বক্তব্য হাত ধোয়ার ব্যবহারিক জ্ঞান প্রধান করেন।
পরে পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের যথাযথভাবে হাত ধোয়ার কৌশল শেখানো হয়। একই ভাবে জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে হাত ধোয়ার কৌশল অনুশীলন করা হয়।
এছাড়া পৌরসভার পক্ষ থেকে বস্তি ও শহরতলীতে এবং সদর উপজেলা চেয়ারম্যান পল্লী অঞ্চলে ল্যাট্রিন বিহীন পাঁচটি করে পরিবারে ল্যাট্রিন স্থাপন করা হয়। অভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত হচ্ছে।

অনলাইন ডেস্ক