পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র আয়োজনে ১০দিন ব্যাপি অস্ত্র বিহিন টিডিপি প্রশিক্ষণ
পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র আয়োজনে ১০দিন ব্যাপি অস্ত্র বিহিন টিডিপি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিস ওই প্রশিক্ষণের আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে কোর্সের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলাম। এ সময় সদর উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা আসমাতুন নাহার, সদর উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে পঞ্চগড় পৌরসভা এলাকার ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ টিডিপি সদস্য ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

পঞ্চগড় প্রতিনিধি