বীরগঞ্জে কাজীদের দৌড়াত্ব রুখবে কে?
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাল্য বিবাহের প্রবনতা কিছুটা কমলেও কাজীরা মোটা অংকের টাকা নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ আইন ও প্রশাসনকে বৃদ্ধা আংগুল দেখিয়ে বাল্য বিবাহ চালিয়ে যাচ্ছে। আর এই বাল্য বিবাহ প্রতিরোধে ৯৯৯ এ ফোন করার কারণে তথ্যদাতার উপর হামলা।
উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামের মৃত পশর উদ্দিনের পুত্র মরিচা ইউনিয়নের কাজী সাইদুর রহমান মারা যাওয়ার ফলে কবিরাজহাট এলাকার ভোগনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ভোলানাথপুর গ্রামের মৃত আব্দুল লতিফ (গফ্ফার মুন্সি)-র পুত্র ভোগনগর ইউনিয়নের নিকাহ রেজিষ্টার (কাজী) খায়রুল ইসলাম মরিচা ইউনিয়নের ভারপ্রাপ্ত কাজীর দাইত্ব পালন করে। তারই সুযোগে তিনি কবিরাজহাটের নিজ বাড়ীতে বসে মোটা অংকের টাকা নিয়ে অবাধে বাল্য বিবাহ দিচ্ছে।
জানাগেছে, মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ও পল্টনপাড়া গ্রামের জাহিরুল ইসলামের কন্যাকে গত ১০ অক্টোবর বৃহস্পতিবার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মকসেদ আলীর পুত্র সাদেকুল ইসলাম বছির এর সাথে বিয়ে দেয় তার পরিবারের লোকজন। একই এলাকার দলিল উদ্দিনের পুত্র বাবুল হোসেন বাল্য বিবাহ প্রতিরোধের চেষ্টায় ৯৯৯ এ ফোন করে। সেটা জানাজানি হলে মেয়ের পরিবারের লোকজন বাবুলকে মারধর করে। বাবুল বিচার চেয়ে মরিচা ইউনিয়ন চেয়ারম্যান বরাবরে একটি আবেদন করেন।
এলাকাবাসীর সামনে মেয়ের পিতা জাহিরুল ইসলাম জানায়, আমি গরিব মানুষ মেয়েটি বড় হচ্ছে, তাই বিয়ে গত ১৫/১৬দিন পূর্বে কাজীসাহেবের কবিরাজের বাড়ীতে দিয়েছি। বৃহস্পতিবার শুধু তাদের হাতে তুলে দিয়েছি।
এব্যাপারে মরিচা ইউনিয়ন চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, মারামারীর একটি অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা নিবো। আর বাল্য বিবাহের ঘটনা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রটকে জানানো হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি