বিরামপুর সীমান্ত থেকে আবরার হত্যা মামলার আসামী সাদাত গ্রেফতার
আলোচিত বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আসামী নাজমুস সাদাতকে দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার সীমান্তবর্তী কাটলা বাজারের এনজিও সার্বিক গ্রাম উন্নয়ন সংস্থা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ডিএমপি ডিবির একটি দল বিরামপুর থানা পুলিশকে নিয়ে অভিযান চালিয়ে নাজমুস সাদাতকে গ্রেফতার করে সাথে সাথে ঢাকায় নিয়ে যান। সাদাত যন্ত্র কৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী এবং তার বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানা এলাকায় বলে জানা গেছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি