বিরামপুরে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সকলের হাত পরিচ্ছন্ন থাক, সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন, এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বিরামপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।এ লক্ষ্যে মঙ্গলবার দুপুর ২.০০ টায় বিরামপুর উপজেলার জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্রস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সহ সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় প্রতিপাদ্যের আলোকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, জন স্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি