অবশেষে বগুড়া ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু

অবশেষে বগুড়া ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বগুড়া সদর উপজেলা সমবায় অফিসার তদন্ত শুরু করেছেন। আজ মঙ্গলবার বেলা ১১ টায় শহরের ফুলবাড়ী এলাকায় বগুড়া ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির কার্যালয়ে সরেজমিনে তদন্ত শুরু করেন। বেশ কিছু দিন যাবত বগুড়া ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুলবাড়ী পল্লী মঙ্গল সমিতির অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ কমিটি মানব বন্ধন কর্মসুচি, প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্বারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে আসছিল। স্বারকলিপিতে সমিতির অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা সমবায় অফিসার সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন। সমিতির অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক মামুনুর রশিদ জানান, তদন্ত কমিটি সমিতির কার্যালয়ে পৌছে প্রথমে আমাদের বক্তব্য শোনেন এবং লিপিবদ্ধ করেন। পরে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য শোনেন এবং লিপিবদ্ধ করেন।এ প্রসঙ্গে সমিতির সভাপতির সাথে যোগাযোগের চেস্টা করে তাকে পাওয়া যায় নি। আজ মঙ্গলবার রাতে বগুড়া সদর উপজেলা সমবায় অফিসার( তদন্ত কর্মকর্তা) আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে বেলা ১১ টায় সমিতির রেকর্ডপত্র ও প্রমাণাদিসহ উভয় পক্ষকে সমিতির কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছিলাম এবং আমি তদন্ত শুরু করেছি।