গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্রাকের ৮৬টি বিদ্যালয় চলছে সাইন বোর্ড বিহীন
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়নে খ্যাতিমান এনজিও ব্র্যাকের শিক্ষা প্রকল্পের আওতায় চলমান প্রি-প্রাইমারী বিদ্যালয় গুলি চলছে সাইনবোর্ড বিহীন। বেশির ভাগ বিদ্যালয় গুলি মান সম্মত নয়। প্রি-প্রাইমারী বিদ্যালয় গুলির শিক্ষার্থীদেরকে মাটিতে মাদুর পেতে বসতে দেয়া হয়। শিক্ষকরা প্রশিক্ষনপ্রাপ্ত নন বলেও জানা গেছে।
উপজেলার বেথুড়ী ইউনিয়নের ধীরাইল গ্রামে ব্র্যাক পরিচালিত একটি স্কুলে গিয়ে শিক্ষক কল্পনা রানীর সাথে আলাপ করে জানা গেছে জুন মাস থেকে এ সকল বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যালয়টিতে সাইনবোর্ড না থাকায় পার্শ্ববর্তী ধীরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্য নির্বাহী কমিটির সভাপতির সাথে চলছে ভুল বোঝাবুঝি। ওই সরকারি বিদ্যালয়ের সভাপতির ধারনা কল্পনা রানী ব্র্যাকের বিদ্যালয়ে নয় বরং নিজেই প্রি-প্রাইমারী স্তরের শিক্ষার্থীদের সরকারি বিদ্যালয়ে যেতে না দিয়ে নিজেই টিউশনী করছেন।
এ ব্যাপারে ব্র্যাকের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মো: নাজমুল ইসলামের সাথে আলাপ করা হলে তিনি বলেন, কাশিয়ানীতে ব্র্যাকের মোট ৮৬টি প্রি-প্রাইমারী স্কুল চলছে। এখনও পর্যন্ত কোন স্কুলে সাইন বোর্ড দেয় নাই ব্র্যাকের শিক্ষা প্রকল্পের কর্মকর্তারা। এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত সাইন বোর্ড সরবরাহের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ব্র্যাকের ওই জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ