পোরশায় দুর্যোগ প্রশমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় দুর্যোগ প্রশমন বিষয়ক এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলার সারাইগাছী বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত দুর্যোগ প্রশমন বিষয়ক বিভিন্ন মহড়া পরিচালনা করেন পত্নীতলা ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার সাইদুর রহমান। এর পূর্বে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কারিতাস রাজশাহী অঞ্চলের সামর্থ্য প্রকল্পের সহযোগীতায় একটি র্যালি সারাইগাছী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে স্কুল মাঠে গাঙ্গুরিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দোস্তদার হোসেন, সাংবাদিক ডিএম রাশেদ, কারিতাস রাজশাহী অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের প্রগ্রাম অফিসার দীপক এক্কা। বক্তব্য রাখেন কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক, সংস্থার সামর্থ্য প্রকল্পের জুনিয়র প্রগ্রাম অফিসার ফরিদুল ইসলাম, সিএমএফপি প্রকল্পের মাঠ কর্মকর্তা আশরাফুল ইসলাম ও আইসিডিপি প্রকল্পের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি