রাণীনগরে ডাসকো ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত
আজ বুধবার নওগাঁর রাণীনগরে রিপ প্রকল্প,ডাসকো ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএমজেড এবং নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় এবং রিপ প্রকল্প ,ডাসকো ফাউন্ডেশন রাণীনগর শাখার আয়োজনে সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে রাণীনগর উপজেলা পরিষদ হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু,মিরাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,ডাসকো ফাউন্ডেশনের রাজশাহী হেড অব ফিল্ড অপারেশন অফিসার এসএম ফখরুল বাশার,ফাউন্ডেশনের রাণীনগর শাখার প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হোসেন,ইউনিট ম্যানেজার আব্দুর রউফ এবং নওগাঁ রিপ প্রকল্পের ট্রেনিং অফিসার ফিরোজা খাতুন প্রমূখ।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি