বগুড়ায় বিশ্ব খাদ্য দিবস ক্যাম্পেইন অনুষ্ঠিত
আজ বুধবার প্রতিবারের ন্যায় এবারও বগুড়ায় বিশ্ব খাদ্য দিবস ক্যাম্পেইন খাদ্য অধিকার বাংলাদেশ বগুড়া জেলা কমিটি আয়োজন করে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়। র্যালিটি শহীদ খোকন পার্ক হতে পৌরসভা চত্বর গিয়ে শেষ হয়। র্যালী শেষে বগুড়া পৌরসভার কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, খাদ্য অধিকার বাংলাদেশ বগুড়া জেলা কমিটির সভাপতি শেখ মোঃ আবু হাসানাত। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) সোহেল মোহাম্মদ সামছুদ্দিন ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্বব্যাপী খাদ্য ও পুষ্টির ক্ষেত্রে অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর ঝুঁকি রোধে এ দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ে তোলার বিষয়কে যুক্ত করা হয়েছে। ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবার জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাবার চাই, খাদ্য অধিকার আইন চাই ‘বিশ্ব খাদ্য দিবস ক্যাম্পেইন-২০১৯’ এ স্লোগানটি সময়োপযোগী, যুগোপযোগী ও খাদ্য নিরাপত্তা ত্বরান্বিত করার অন্যতম কৌশল। ‘আমাদের কর্মেই আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্যকর খাদ্য ক্ষুধাশূণ্য বিশ্ব’ এবারের খাদ্য দিবসের প্রতিপাদ্য বিষয়টি নিশ্চিত করণের লক্ষ্যে তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করতে হবে। বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজ আরা মিভার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সমাজসেবী মনোয়ারা খাতুন সোহানা, নিভা রাণী সরকার, জার্নাল বিডি প্রকাশক ও ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাবিবা ইয়াসমিন বিউটি, কানিজ রেজা, কৃষিবিদ রফিকুল ইসলামসহ প্রমুখ। আলোচনা সভা শেষে বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এর হাতে স্মারকলিপি প্রদান করেন।