শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকীতে বগুড়ায় শিশু একাডেমীর কর্মসূচী
বাংলাদেশ শিশু একাডেমি বগুড়ার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৫তম জন্মবার্ষিকী ২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলে আগামী ১৮ অক্টোবর’১৯ শুক্রবার বেলা ২.৩০টায় বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়া কার্যালয়ে শিশুদের মাঝে ৫টি বিভাগে চিত্রাঙ্কন ও ৩টি বিভাগে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কনের বিষয়ঃ প্লে-১ম শ্রেণি ও ২য়-৩য় শ্রেণি-উম্মুক্ত, ৪র্থ-৬ষ্ঠ শ্রেণি-“খেলাধুলায় শেখ রাসেল” ও ৭ম-১০ম শ্রেণি- “রাসেলের স্বপ্নের ভূবন” ও বুদ্ধি প্রতিবন্ধি-উম্মুক্ত। কবিতার বিষয়ঃ প্লে-৩য় শ্রেণি- কবি তপন বাগচীর “জন্মদিনের শুভেচ্ছা”, ৪র্থ- ৬ষ্ঠ- শ্রেণি- কবি সনজীব বড়ুয়ার “তোমায় পড়ে মনে” ও ৭ম-১০ম শ্রেণি- কবি খালেদ বিন জয়েন উদদীন এর “সকল শিশুর প্রতীক তুমি”। বিস্তারিত তথ্যের জন্য শিশু একাডেমি,বগুড়া কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ হয়েছে। খবর বিজ্ঞপ্তির