হিলিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটক ৮
দিনাজপুরের হিলিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটককৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ৩ আসামী। হিলি থানার রাজধানী মোড়ের মৃত জান বক্স মালিতার ছেলে রমজান মালিতা (৩৭), চন্ডিপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে শাহিনুর ইসলাম (৩১), মৃত মকবুল হোসেনের ছেলে অলিউর রহমান।
ওয়ারেন্টভুক্ত আসামী ৫ জন। বিশাপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে রায়হান (২১), কাকড়াবালি গ্রামের মৃত আবুল প্রধানের ছেলে বাবুল মিয়া (৪৫), মৃত কফিল উদ্দিনের ছেলে মমিন (৩৮), আফতাব কাজীর ছেলে মুন্জুরূল (৩০), মোবারকের ছেলে বিপ্লব (২৭) সকলেই হিলি থানার কাকড়াবালি গ্রামের বাসিন্দা।
হাকিমপুর (হিলি) থানার ওসি তদন্ত রেজাউল করিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আট জন আসামীকে গ্রেফতার করেন। আটককৃত আসামীদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

হিলি (দিনাজপুর)