ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতার মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গী থেকে বিরত রাখতে হবে: রিয়াদ
বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ বলেছেন ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতার মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে বিরত রাখতে হবে। এই জন্য সরকারের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। যদি তাদের পিছনে সঠিক তদারকি করা যায় তাহলে কোন যুবক বিপদগামী হবে না। প্রতিটি পাড়া মহল্লায় বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। তাহলে সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ থেকে যুব সমাজ দুরে থাকবে।
তিনি গতকাল বগুড়া পৌরসভাধীন ১৯নং ওয়ার্ডের রাজাপুর নিউ মডেল স্পোর্টিং কাবের আয়োজনে রাজাপুর আনছার ও সমাজ উন্নয়ন উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, শহর স্বেচ্ছাসেবকলীগ (উত্তর) এর সাধারন সম্পাদক লিটন শেখ, বেলজার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান মানিক, আলামিন ইসলাম, ইউনুছ আলী সরকার, সামছুজ্জামান সোহেল, রাকিব মাহমুদ, আবু জাফর খলিফা, মোঃ রাসেল, নয়ন ইসলাম শাকিল, রুমন চৌধুরী, মোঃ লিমন। উক্ত খেলায় রাজাপুর একাদশ, ট্রইব্রেকারে ডাকুরচক ফ্রেন্ডস কাবকে পরাজিত করে।

অনলাইন ডেস্ক