নন্দীগ্রামে দুর্যোগ সহনীয় বাসগৃহ পেয়ে খুশি ১৪ পরিবার
বগুড়ার নন্দীগ্রামে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করা হয়েছে। এখন ঘর পেয়ে খুশিতে ভাসছে সেসব পরিবার।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরের কাবিটা ও টিআর কর্মসূচির বিশেষ খাতের অর্থদ্বারা গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকিহ্রাস কল্পে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলায় মোট ১৪ টি পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ কাজ করা হয়। প্রতিটি বাসগৃহ নির্মাণে ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা ব্যয় হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের তত্ত্বাবধানে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহেরের তদারকিতে বাসগৃহ নির্মাণ কাজ করা হয়।
এ বাসগৃহের উপকারভোগীরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামের কাজেম উদ্দিনের ছেলে আতাউর রহমান, দাসগ্রামের হযরত আলীর ছেলে আনোয়ার হোসেন, বুড়ইল গ্রামের ওমর আলীর ছেলে শামসুর রহমান। ২ নং নন্দীগ্রাম ইউনিয়নের তেঘরী গ্রামের হারুন সরকারের ছেলে ইসমাইল হোসেন, হাটলাল গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মিন্টু মিয়া। ৩ নং ভাটরা ইউনিয়নের বৃকঞ্চি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে খোকন আলী, কুমিড়া গ্রামের নায়েব আলীর ছেলে দুলাল হোসেন, চৌদীঘি গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী জিনাত রেহেনা। ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামের বিলাত আলীর ছেলে চাঁন মিয়া, গোপালপুর গ্রামের আনছার আলীর ছেলে লিটন মিয়া ও নন্দীগ্রাম পৌরসভার ঢাকইর গ্রামের মোজাহার আলীর মেয়ে জোসনা খাতুন।
সরজমিনে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামের কাজেম উদ্দিনের ছেলে আতাউর রহমানের সাথে কথা বলার সময় তিনি এই প্রতিনিধিকে জানান, আমার এক ছেলে এক মেয়ে । ছেলে হাফেজিয়া মাদ্রাসায় আর বড় মেয়ে এইচএসসিতে পড়াশোনা করে। এতদিন থাকার ঘর ছিলোনা, অন্যর বাড়িতে থাকতাম। মেয়ে বড় হয়েছে নিজের বলতে কোন বাড়ী ছিলোনা। উপযুক্ত মেয়েকে নিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকতাম কখন যে কি হয়। এখন আর সে ভয় নেই। এখন নিজের বাড়িতে নিরাপদে আছি।
অন্যান্য উপভোগকারীরা জানান, এ বাসগৃহ পেয়ে আমরা খুব খুশি হয়েছি। পরিবার নিয়ে সুখে শান্তিতে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আমরা এ বাসগৃহ পেয়েছি। এর আগে কোন সরকার এভাবে বাসগৃহ কাউকে দেয়নি। এখন আমরা আর গৃহহীন নয়।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের বলেন, ১৪ টি বাসগৃহ নির্মাণ কাজ সম্পন্ন করে সবার নিকট হস্তান্তর করা হয়েছে। বাড়ি পেয়ে সেসব পরিবার অনেক খুশি। নির্মান করার সময় জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এসব বাসগৃহ নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছিলেন।

অনলাইন ডেস্ক