এটা বঙ্গবন্ধুর গড়া স্বপ্নের দেশ
এটা বঙ্গবন্ধুর গড়া স্বপ্নের দেশ।এখানে ভয়ভীতি দিয়ে দাবিয়ে রাখা যাবে না। বঙ্গবন্ধুকে কেউ পারেনি, তাদের অনুসারীদেরও পারবেনা কোনদিন। আমরা শিকল ভেঙ্গে সামনে এগিয়ে যাবোই তাতে মৃত্যু হলেও হোক। বন্ধুরা আজ আমাদের হারাবার কিছুই নাই, যা হারাবার সব অনেক আগেই হারিয়েছি। এখন সময় এসেছে, আবার জেগে উঠার, বঙ্গবন্ধুর স্বপ্নকে আবার বাস্তবায়ন করার।
যে স্বপ্ন তিনি দেখেছিলেন মুক্তিযুদ্ধের পর। তিনি ভেবে ছিলেন জাতিকে উন্নত করতে হলে শিক্ষকদের আগে উন্নতি করতে হবে। তাই তো তিনি সারা দেশের প্রাথমিক স্কুল জাতীয়করন করেছিলেন। ভাইয়ে ভাইয়ে যেন দ্বন্ড না হয় তাই তিনি প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক এর মধ্যে কোন বৈষম্য রাখেন নি। কিন্তু দুঃখের বিষয় আমাদের যিনি অক্সিজেন, সেই অক্সিজেন ১৯৭৫ সালে কেড়ে নিলেন এক দুস্কৃতিকারী। শুরু হলো আমাদের বৈষম্য তৈরির ষড়যন্ত্র।
আজ যেখানে তারই কন্যা দেশ জননী আবার দেশকে সুসংঘটিত করছেন ঠিক তখনই আবার হায়েনাদের বাধা। পাকিস্তানী কায়দায় দেশকে শোষণ করার ষড়যন্ত্র।
কিন্তু যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে, যারা আজ দেশকে উন্নতির চরম শিখড়ে পৌচ্ছাতে চাচ্ছেন তাদের কাছে এই বাধা বাধা নয়। বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছেন, আমরা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের মাঠে থাকতে হবেই। নিশ্চয় বঙ্গবন্ধুর কন্যা বঙ্গ জননী, আমাদের মানবতার মা আমাদের ন্যায্য দাবি, ইশতেহারে উল্লেখিত, ও ভয়েস কলের মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া দাবি সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০তম গ্রেড বাস্তবায়ন করে আমাদের চলমান বৈষম্য দুর করবেন। ফিরিয়ে দিবেন শিক্ষকদের মৌলিক অধিকার।

হারুন রশীদ