কাহালুতে যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে শনিবার বগুড়ার কাহালু বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান।
কাহালু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন এর সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন কাহালু পৌর যুবদলের আহবায়ক ফারাবা আল ফারাবী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, পৌর যুবদলের আহবায়ক যুগ্ম আহবায়ক প্রভাষক শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দন মোহন, খোকন খান, পারভেজ আলম, আক্তার আজম, শাহিনুর ইসলাম, সাইফুল ইসলাম সরদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান বাবু, জালাল হোসেন, মিলন সরদার, বাদল, জাহিদুল ইসলাম, করিম, যুবদলনেতা ও ইউ পি সদস্য কামরুল ইসলাম (রাজা), আনোয়ার হোসেন (রিদয়), যুবদলনেতা সেলিম চৌধুরী, ফরহাদ হোসেন, আমিনুল ইসলাম, শাকিল, আব্দুস সোবহান, পলাশ, সাদ্দাম হোসেন, নুরুল ইসলাম, পাপন, সকুজ, আব্দুল কুদ্দুস, মাহবুর আকন্দ, বাবলু খন্দকার, কামরুজ্জামান, আরিফুল ইসলাম, আইয়ুব আলী, শরিফুল ইসলাম সহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।