হিলি রেল স্টেশনের কার্যক্রম শুরু
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি রেল স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার থেকে এ কার্যক্রম শুরু করা হয়।জানা গেছে, জনবল সংকটের কারণে গত বছরের মার্চ মাসে হিলি রেল স্টেশন থেকে সব স্টাফদের প্রত্যাহার করে নেয় রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ। তারপর থেকে ‘কোজ ডাউন’ অবস্থায় চলছিল এ রেল স্টেশনের কার্যক্রম। উত্তরে বিরামপুর ও দক্ষিণে পাঁচবিবি রেল স্টেশন থেকে নিয়ন্ত্রন করা হতো হিলি রেল স্টেশনের কার্যক্রম। ট্রেন ইচ্ছেমত এসে ২ নং লাইনে দাঁড়িয়ে আবার ছেড়ে যেত। টিকেট বিক্রিও বন্ধ ছিলো। এতে চরম দূর্ভোগ পোহাতে হতো যাত্রীদের।
হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, হিলি রেল স্টেশন চালুর দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করে আসছিল। গত ৬ অক্টোবর প্রায় সাড়ে ৩ হাজার এলাকাবাসী স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বরাবর পাঠনো হয়। এর প্রেক্ষিতে এ রেল স্টেশনে কর্তৃপক্ষ নিয়োগ দেয়া হয়েছে এবং গত শুক্রবার থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে।
হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ জানান, হিলি রেল স্টেশন চালুর বিষয়টি ছিল এলাকাবাসী প্রাণের দাবি। এই রেল স্টেশনে কর্তৃপক্ষ নিয়োগের মাধ্যমে এলাকাবাসীর সেই প্রাণের দাবি পুরন হলো।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি