চির নিদ্রায় শায়িত হলেন বগুড়ার সাতানী জমিদার মরহুম টুকু মিঞা চৌধুরীর নাতী শামের মেহরান
বগুড়ার সাতানী জমিদার মরহুম আবেদুর রহমান চৌধুরী ওরফে টুকু মিয়ার নাতী শামের মেহরান (৪৪) দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২.৩৮মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া... .. রাজিউন)। মরহুমের জানাযা শনিবার বাদ যোহর ঢাকা সোবহানবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঢাকার প্রখ্যাত মরহুম সোবহান সাহেবের নাতী ইমরান কলিমুল্লাহ ও বগুড়ার সাতানী জমিদার মরহুম টুকু মিঞার কন্যা শাহিন আফরোজের বিবাহ সুত্রে কোলজুড়ে এসিেছল একমাত্র পুত্র শামের মেহরান।
বাবা-মায়ের একমাত্র পুত্র অকালে ঝড়ে যাওয়ায় শোকে মুহ্যমান সম্ভ্রান্ত দুটি একান্নবর্তী পরিবার। মরহুমের মা শাহিন আফরোজ ছোটবেলা থেকেই ধর্মভীরু, সদালাপী, পরোপকারী ও সাদাসিধে জীবন-যাপনে অভ্যস্ত। মরহুমের বাবা ইমরান কলিমুল্লাহ এর দাদার নামানুসারে ঢাকার সোবহানবাগ নামকরন হয়েছিল। এ ইতিহাস সমৃদ্ধ পরিবারের একটি ফুল অকালে ঝড়ে না ফেরার দেশে যাওয়ায় শোকের মাতম সৃষ্টি হয়েছে। সন্তান হারানোর ব্যথায় ব্যথিত আমাদের সবার প্রিয় শাহিন আপা সহ পুরো সন্তপ্ত পরিবারকে সৃষ্টিকর্তা ধৈর্য্য ধারনে তৌফিক দান করেন। মরহুম শামের মেহরান মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বগুড়া সাতানী মসজিদে রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ষ্টাফ রিপোর্টার