পলাশবাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১২ সাংবাদিক ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।শনিবার (১৯ অক্টোবর) দুপুরে স্থানীয় চৌমাথা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও সচেতন মহলসহ সাধারণ মানুষ অংশ নেয়।
মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এতে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজলা জাসদ সভাপতি বিশিষ্ট সাংবাদিক নুরুজ্জামান প্রধান,উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নির্মল মিত্র, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রেবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাবেক সাধারন সম্পাদক সুরুজ হক লিটন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন , প্রেসক্লাব একাংশের সভাপতি মনজুর কাদির মুকুল, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন প্রমুখ।
উল্লেখ- গত ১৫ অক্টোবর রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির অভিযোগে পৃথক দুটি মানহানির মামলা করেন সুন্দরগঞ্জের সাবেক পিআইও
নুরুন্নবী সরকার। একটি মামলায় বিবাদি হলেন, যমুনা টেলিভিশনের সিএনই ,মফস্বল ইনচার্জ, জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, ইত্তেফাকের সুন্দরগঞ্জ প্রতিনিধি রশিঁদুল আলম চাঁদ, জনসংকেত প্রতিনিধি কারী আবু জায়েদ খান ও মানবাধিকার কর্মী মাহবুবার রহমান খাঁন।
অপর মামলায় কালের কন্ঠ’র সম্পাদক, বার্তা সম্পাদক, মফস্বল সম্পাদক ও সুন্দরগঞ্জ প্রতিনিধি শেখ মামুন-উর-রশিদ, জয়যাত্রা টিভির প্রতিনিধি সফিকুল ইসলাম অবুঝ ও ভোরের দর্পন পত্রিকার প্রতিনিধি একেএম শামছুল হককে বিবাদি করা হয়।

ষ্টাফ রিপোর্টার