পার্বতীপুরে মর্যাদাকর পেশায় ফিরলো চার ভিক্ষুক
দিনাজপুরের পার্বতীপুরে দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় ৪ ভিক্ষুককে পূনর্বাসিত করা হয়েছে। তারা হলেন- উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দরগাপাড়া আইনুল হুদা গ্রামের সিরাজুল হক, দুর্গাপুর বাজারের শ্রীমতি ছানাছারি, হাবড়া ইউনিয়নের ভবানিপুরের পিরোজপুর গ্রামের হাছান আলী ও হরিরাম পুর ইউনিয়নের মধ্যপাড়ার গুড়গুড়ি গ্রামের ফজলু শেখ।
শনিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে চার ভিক্ষুকের প্রত্যেককে ২৫ হাজার টাকার মুদি দোকানের মালামাল সহ একটি করে দোকান ঘর উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, ইউপি চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম ফারুক প্রমুখ। পার্বতীপুর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা তাপস রায় বলেন এ কর্মসূচীর মাধ্যমে সুবিধা ভোগীরা ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা ছেড়ে সম্মান জনক পেশায় ফিরে আসার সুযোগ পাবেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি