দুপচাঁচিয়ায় শিক্ষার্থীদের মারধর করলেন শিক্ষক
বগুড়ার দুপচাঁচিয়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মারধর করেছেন। অযথা অন্যায়ভাবে শিক্ষার্থীদের এভাবে মারধর করার অভিযোগ করেছেন ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা।
শনিবার বিকালে ক্লাস চলাকালীন সময়ে উপজেলার খোলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির গণিত ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনারদিন বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার খোলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির গণিত ক্লাস নিচ্ছিলেন সহকারী শিক্ষক আসাদুজ্জামান রানা। তাঁর বেঁধে দেয়া সময়ের মধ্যে শিক্ষার্থীরা অংক কষে দিতে দেরি হওয়ায় শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওই শ্রেণির প্রায় ২১জন শিক্ষার্থীকে মারধর করেছে। এ খবরটি জানাজানি হলে পরদিন রোববার অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয় মাঠে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সিয়াম, ছাব্বির সহ কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানায়, ওইদিন রানা স্যার ক্লাসে অংক নিচ্ছিলেন। কিন্তু খাতা দিতে দেরি হওয়ায় অংক ভুল না শুদ্ধ না দেখেই রানা স্যার ক্লাসে উপস্থিত সকলকেই মারধর করে।
এব্যাপারে আরেক শিক্ষার্থী মাহিন সোনারের বাবা জিল্লুর সোনার বলেন, যেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকার স্নেহ সুলভ পরিবেশে শিক্ষাদান করার ঘোষনা দিয়েছেন, সেখানে শিক্ষকের এ ধরনের মারধর এর আচরণ শিক্ষার্থীদের মনে ভয়ের সঞ্চার করে। যা শোভনীয় নয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারমিন আশকারী বলেন, এ ঘটনা আমি পরে জানতে পেরেছি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু সাঈদ ফকির জানান, শিক্ষার্থীকে শিক্ষক কর্তৃক মারধরের ঘটনা শুনেছি। এটি একটি অনাকাংখিত ঘটনা। অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে বিষয়টির সুরাহা করবো।
উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম রেজাউল হক জানান, শিক্ষার্থীদের মারধর করার খবর পেয়ে আমি সরেজমিনে বিদ্যালয়ের উপস্থিত হয়ে ঘটনার তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়েছি। এব্যাপারে আমি উর্দ্ধতন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য লিখিতভাবে অবহিত করবো।

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি