হিলিতে অপহরণের ২ দিন পর ভিক্টিম উদ্ধারসহ আটক ১
সিরাজগঞ্জ থেকে অপহরণের দুইদিন পর দিনাজপুরের হিলি থেকে ভিক্টিমসহ অপহরণকারীদের একজন মহিলাকে আটক করেছে থানা পুলিশ।
হাকিমপুর (হিলি) থানা ওসি তদন্ত জানায়, সিরাজগঞ্জের তাড়াশ থানার আসানবাড়ী গ্রামের এনছার আলীর ছেলে আল হাদি (২৮) গত বৃহস্পতিবার জাতীয় দৈনিক দেশবন্ধু পত্রিকায় কান্সট্রাকশন ফার্মে সিভিল ইঞ্জিনিয়ার পদে লোক নিয়োগের বিজ্ঞাপন দেখতে পায়।পরে আল হাদি বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে পরদিন যোগাযোগ করলে তাকে বগুড়া মেইন অফিসে আসতে বলে।
বগুড়া সাতমাথায় আসলে ঐ অফিসের শরিফ নামের একজনের সাথে দেখা হয়। আল হাদিকে শরিফ হিলিতে নিয়ে আসে। তারপর ভিক্টিমের ফোন নাম্বার বন্ধ হয়ে যায়। পরিবারের সবাই তাকে নিয়ে চিন্তায় এবং আতংকে পড়ে। পরে ভিক্টিমের নাম্বার থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। তাদের দেওয়া বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা বিকাশ করে।
বিকাশ এবং ভিক্টিমের নাম্বারের সুত্র ধরে রোববার ভোরে সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলামের নেতৃত্বে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, এসআই সোহেল সঙ্গীফোর্স নিয়ে হিলি-পাঁচবিবি থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে হিলি থানার ডাঙ্গাপাড়া নামক স্থানে অপহরণকারীদের হাত থেকে ভিক্টিম আল হাদিকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অপহরণকারীরা পালিয়ে যায়। এসময় তাদের সহযোগী একজন মহিলা জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের উত্তর গোপালপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী রুমাকে আটক করে।

হিলি (দিনাজপুর)