বগুড়ার শাজাহানপুরে ২ দিনব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আনন্দ উপভোগ করতে রোববার বগুড়া সদর, গাবতলী, ধুনট ও শাজাহানপুর উপজেলার প্রায় ৩০ হাজার সংস্কৃতি প্রেমী মানুষ ভিড় করেছিল শাজাহানপুরের খারুয়া নামক একটি খালের দু’ধারে।
খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ২ দিনব্যাপী অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। প্রতিযোগিতায় গাবতলী উপজেলার ৪টি, ধুনট উপজেলার ২টি এবং শাজাহানপুর উপজেলার ১টি সহ মোট ৭টি নৌকা অংশ গ্রহণ করেন। এর মধ্যে গতকাল উদ্ভোধনী রাউন্ডে বিজয়ী হয়ে আজ সোমবার চুড়ান্ত রাউন্ডে অংশ নেয়ার সুযোগ পেয়েছে ধুনটেরর নৌ-রাজ ও সোনার তরী, গাবলীর পঙ্খীরাজ এবং শাজাহানপুুরের সোনার বাংলা নামের ৪টি নৌকা।
গতকাল দুপুর থেকেই খারুয়া খালের দু’ধারে নারী পুরুষ ও শিশু –কিশোররা জড়ো হতে থাকে । সংবাদ ছাড়িয়ে পড়ায় ৩টার মধ্যে শাজাহানপুর ছাড়াও বগুড়া সদর উপজেলা, ধুনট উপজেলা ও গাবতলী উপজেলার প্রায় ৩০ হাজার উৎসুক মানুষের মিলন মেলায় খারুয়া খালের দু’পাড় ছেয়ে যায়। খালের দু’পাড়েই বসেছিল গ্রামীন মেলা। শিশুদের জন্য নাগর দোলাসহ নানা রকমের বিনোদনের ব্যবস্থাও ছিল উপভোগ করার মত।

ষ্টাফ রিপোর্টার