প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৯ ২০:৩১

সৈয়দপুরে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত

নীলফামারীর সৈয়দপুরে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।গত  রবিবার দিবাগত রাতে শহরের উপকন্ঠে সৈয়দপুর-নীলফামারীর সড়কের ওয়াপদা মোড়ে মেসার্স জাহাঙ্গীর ফার্মেসী নামের দোকানে ওই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা প্রায়   সাড়ে তিন লাখ টাকার বিভিন্ন ওষুধপত্র নিয়ে যায়। জানা গেছে, শহরের  উপকন্ঠে সৈয়দপুর- নীলফামারী সড়কের  ওয়াপদা মোড়ে মেসার্স জাহাঙ্গীর ফার্মেসী নামের দোকানের মালিক প্রতিদিনের মতো গত রবিবার রাত আনুমানিক ১০ টার দিকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়ি চলে যান। গভীর রাতে চোরেরা ওই দোকানের সার্টারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর  চোরেরা দোকানে থাকা সাড়ে ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন ওষুধপত্র নিয়ে যায়।

 দোকান মালিক মো. জাহাঙ্গীর আলম জানান, আজ সোমবার সকাল ৭টায় দোকান খুলতে এসে তিনি চুরির ঘটনাটি টের পান। পরে তিনি স্থানীয় থানায় গিয়ে  চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন। আজ (সোমবার) সকালে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।আজ সোমবার সৈয়দপুর থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক  (এএসআই) মো. আমিনুল ইসলাম জানান, ওষুধের দোকান মালিক চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।এদিকে, ওয়াপদা মোড়ের ওষুধ দোকান চুরির ঘটনায় ওই এলাকার দোকান মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

উপরে