বিরামপুর বন বিভাগের ১৮৮ গাছ কেটে লুটপাট
দিনাজপুর বন বিভাগের চরকাই বিরামপুর রেঞ্জের অধীন বিরামপুর উপজেলার বিশ্বনাথপুর মৌজায় প্রায় ৩০ বছর বয়সী ১৮৮টি মিনজিরি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এসব কাটা গাছের বেশির ভাগ রাতের আধারে তুলে নিয়ে গেলেও শনিবার বাকি অংশ উদ্ধার করেছে বন বিভাগ। চরাকই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, বিশ্বানাথপুর মৌজার বন বিভাগের ৮.৬০ একর জমিতে প্রায় ৩০ বছর আগে দুই শতাধিক মিনজিরি গাছ রোপণ করা হয়। বর্তমানে ওইসব গাছ পরিপক্ষ কাঠে পরিণত হয়েছে।
শুক্রবার বিশ্বানথপু গ্রামের নর ইসলাম ও নুরু মেম্বার গং বন বিবাগের জমিকে নিজেদের দাবি করে লোকজন নিয়ে গাছ কাটতে শুরু করে। এ সময় বন বিবাগের বাগান মালী নাছির উদ্দিন বাধা দিতে গেলে লোকজন লাঠিসোটা নিয়ে তাকে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে নিশিকান্ত মালাকার বিরামপুর থানায় অভিযোগ দিলে শনিবার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিকেলে বন বিভাগের লোকজন অবশিষ্ট গাছ জব্দ করে নিয়ে এসেছে। বিরামপুর ইউএনওও তৌহিদুর রহমান জানান, এই জায়গা নিয়ে মোকাদ্দমায় তিনবার বন বিবাগ রায় পেয়েছে। জমির মালিক দাবিদার নুর ইসলাম ও নুরু মেম্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তা বিরামপুর থানায় ২৪ জন নামীয় ও ৫০ জন অজ্ঞাত ব্যাক্তির নামে বিরামপুর থানায় মামলা দায়ের করেছে। পুলিশ দুই টলি লুটকৃত গাছের কাঠ জব্দ করেছে।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি