বগুড়ায় পুলিশের আকষ্মিক অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জন গ্রেফতার
বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় সেখান থেকে উদ্ধার করা হয় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ২৬ হাজার ৫২০ টাকা।সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দত্তবাড়ি মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় স্থানীয় একটি গ্যারেজের পিছনে পুলিশ এই অভিযান চালায়। এসময় গ্রেফতার করা হয় শ্যামল, রবিউল, আনোয়ারুল হক শামিম, মেহেদী হাসান, শাহীন আলী, পান্না, তুহিন খলিফা, মানিক এবং নুর আলম নামের ৯ জুয়ারিকে।
অভিযানের নেতৃত্বে থাকা শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম পলাশ জানান জুয়ার আসরের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে। এরপর গ্যারেজের পিছনে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতে নাতে ৯ জনকে গ্রেফতার করা হয়। এসময় জুয়ার বোর্ড, তাস ছাড়াও নগদ ২৬ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে জুয়া আইনে বগুড়া সদর থানায় মামলা ঋজু করা হয়েছে।

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার