প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৯ ২০:১৮

নিরাপদ সড়কের দাবিতে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা

নিরাপদ সড়কের দাবিতে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূঘর্টনা আর নয়’ এই শ্লোগানে বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষ্যে রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বগুড়ার আয়োজেন র‌্যালী ও আলোচনা সভা করা হয়।

দিবসটি পালন উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের নেতৃত্বে জিলা স্কুল থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে জেলা প্রশাসন, পুলিশ কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।র‌্যালী শেষে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বট তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহউদ্দিন আহম্মেদ। বক্তব্য রাখেন, বিআরটিএ’র এর সহকারী পরিচালক সৈয়দ মেজবা উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর  রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ  সুপার শহিদুল্লাহ সহ আরো অনেকে। সভায় বক্তারা  দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়ানোর আহবান জানান।

উপরে