হেলপারকে খুন করে বাস ছিনতাই, রাস্তা ভুলে পালাল ছিনতাইকারীরা
ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে হেলপার সাদ্দাম হোসেনকে (২০) হত্যা করে একটি বাস ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।বুধবার রাতে এ ঘটনার পর শহর থেকে ৩০ কিলোমিটার দূরে বৃহস্পতিবার সকালে নিউ নূপুর পরিবহনের ওই বাসটি ভাঙ্গা চৌরাস্তা মোড় থেকে উদ্ধার করে পুলিশ।
এ সময় বাসের ভেতর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বাসের হেলপার সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।নিহত সাদ্দাম হোসেন মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের আতিয়ার রহমানের পুত্র।
বাসটির মালিক ফরিদপুর শহরের বাসিন্দা জয়নাল জানান, রাতে বাসের ভেতরে ঘুমিয়েছিল সাদ্দাম। বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে সাদ্দামকে হত্যা করে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে বাসটি ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারী চক্রটি।
ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান বলেন, সকালে বাসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী হাইওয়ে থানায় খবর দেয়। হাইওয়ে থানা পুলিশ বাসের ভেতরে লাশ দেখতে পান এবং বাসটি উদ্ধার করে।

অনলাইন ডেস্ক