বসত ঘরে একই ওড়নায় ঝুলছিল দম্পতির লাশ
সাভারের আশুলিয়ায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ গিয়ে দেখে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে দুজন ঝুলছিল।
নিহতরা হলেন- সোহাগ (২৫) ও তার স্ত্রী সোহানা বেগম (২০)। তাদের দুজনের বাড়ি বাগেরহাট জেলায়। তারা আশুলিয়ায় রাইফুল ইসলাম আকাশের ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
প্রতিবেশীরা জানান, সোহাগ-সোহানার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে শুক্রবার ভোরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে দুজনে আত্মহত্যা করে। সকালে প্রতিবেশীরা তাদের কোনো সাড়াশব্ধ না পেয়ে সন্দেহ হয়। পরে জানালায় উঁকি দিয়ে তাদের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
আশুলিয়া থানার এসআই আবদুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।

অনলাইন ডেস্ক