নন্দীগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরুস্কার বিতরণ
বগুড়ার নন্দীগ্রামে ক্যামব্রিয়ান গ্লোবাল স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা হল রুমে বেলা সাড়ে ১১টায় ক্যামব্রিয়ান গ্লোবাল স্কুল এন্ড কলেজ কতৃক আয়োজিত, অধ্যক্ষ মোঃ আঃ ওয়াদুদের সভাপতিত্বে ’শাজাহান সিরাজ স্কলারসীপ ২০১৮” এর বৃওি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, বগুড়া, মোঃ আমিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, শিল্প ও বণিক সমিতির সহঃ সভাপতি মোঃ এ কে.এম.ফজলুল হক কাশেম, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ বকুল হোসেন, এতে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেরাজ মোহাম্মদ নবীউল ইসলাম, পরিচালক মাহাবুব কাদির মিলু,আব্দুল করিম,অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সেক্রেটারী প্রভাষক মোঃ মাসুদ পারভেজ রানা।
এর আগে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, নগদ অর্থসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতারণ করা হয়। পরে প্রধান অতিথি ক্যামব্রিয়ান ক্যাম্পাসে ডিজিটাল হাজিরার উদ্ধোধন করেন।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি