গোবিন্দগঞ্জে ইয়াবা ও ফেন্সিডিলসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার
গাইবান্ধায় হাফ ডজন মাদক মামলার আসামি ও সাপমারা ইউনিয়নের সাবেক সদস্য মুনছুর আলীকে (৪৫) মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান। এর আগে উপজেলার দুধিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুনছুর আলী গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের দুধিয়া গ্রামের প্রয়াত আজম আলীর ছেলে।
ওসি জানান, সাবেক ইউপি সদস্য একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবার করতেন। তার বিরুদ্ধে আদালতে পাঁচটি মাদক মামলা রয়েছে। তিনি মাদক মামলার পলাতক আসামি। বুধবার দিবাগত রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের দুধিয়া গ্রামে একদল পুলিশ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ও ৩ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অনলাইন ডেস্ক