ভোলার ঘটনায় পঞ্চগড়ে বিক্ষোভ
ভোলায় চার ব্যক্তি নিহতের ঘটনায় পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির ডাকে শুক্রবার জুমআর নামাজের পর পঞ্চগড় শের-ই-বাংলা চত্বরে জড়ো হয় শহরের বিভিন্ন মসজিদ থেকে আসা মুসল্লিরা।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে শের-ই-বাংলা পার্কে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সভাপতি মোবাশ্বের হোসেন, সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি কামরুল হাসান প্রধান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি সোহেল রানা।
এ সময় বক্তারা ভোলায় নিহত ব্যক্তিদের নবী প্রেমিক আখ্যা দিয়ে হত্যাকারী ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পঞ্চগড় প্রতিনিধি