বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত
”পুলিশের সাথে কাজ করি মাদক, জঙ্গী, সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগানে বগুড়ায় পালিত হলো কমিউনিটিং পুলিশিং ডে।
আজ শনিবার বেলা ১১টায় বগুড়া জেলা পুলিশের আয়োজনে শহরের শহিদ খোকন পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালীটি টিটু মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলুন উড়িয়ে র্যালীটির উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক মোজাম্মেল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, কমিউনিটি পুলিশের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদকসহ বিভিন্ন স্তরের সাধারন জনগণ।

ষ্টাফ রিপোর্টার