জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত
জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১০টায় জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এসময় জেলা প্রসাশক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সেখান থেকে শহরের প্রধান সড়কে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুলিশ লাইন গিয়ে শেষ হয়।
পরে পুলিশ লাইন্স এ এক রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি