নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার ২
নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল ও মদ এবং নেশাজাতীয় ইঞ্জেকশনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্র জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সাতআনা নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। এদিন বাসুদেবপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ভারতীয় ম্যাকডুয়েল মদ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। যার সর্বমোট সিজার মূল্য ৯৩হাজার ৫শ টাকা।
অপরদিকে, বস্তাবর গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ২ প্যাকেট ভারতীয় ম্যাকডুয়েল মদ ও ৯টি Buprenorphine (2ml) নেশাজাতীয় ইঞ্জেকশনসহ ঘটনাস্থল হতে ধামইরহাট উপজেলার জোতওসমান গ্রামের মজিবর রহমানের পুত্র আইয়ুব আলী (৫৪) ও মোফাজ্জল সরকারের পুত্র গাউসুল (৩৫) কে আটক করা হয়।
পরে আটককৃতদের ধামইরহাট থানায় হাজির করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+ উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি