নন্দীগ্রামে দম সড়ানোর ফুসরত নেই লেপ-তোষক তৈরির কারিগরদের
শীতের শুরুতেই না হলেও জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব হেতু অগ্রহায়নে অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। যদিও অগ্রহায়ন, পৌষ, মাঘ এই তিন মাস শীত মৌসুম হিসেবে বিবেচিত হয়। হালকা শীত অনুভূত হওয়ায় শীতের মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে জন সাধারনও বসে নেই। হিঁড়িক পড়েছে লেপ-তোষক বানানোর। সারা দেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কারিগররা এখন ব্যস্ত হয়ে পড়েছে লেপ-তোষক বানানোর কাজে।
ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষক এর দোকান গুলোতে। ভাই ভাই বেডিং ষ্টোরের সত্বাধিকারী লুৎফর রহমান জানান, ক্রেতারা শীতের কথা মনে রেখে আগাম লেপ-তোষক বানাতে দিচ্ছে। অর্ডার পেয়ে কারিগররাও ক্রমশ ব্যস্ত হয়ে উঠেছে।
কারিগররা আরো জানান, একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে এক ঘন্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে ৮/৯টি লেপ তৈরি করতে পারেন। অনুরুপভাবে দিনে ৮/৯টি তোষক তৈরিতেও একই সময় ব্যয় হয়। এদিকে প্রতিটি দোকানের মালিকদের অধিনে কারিগররা শীত মৌসুম সহ সারা বছর জুড়েই লেপ-তোষক, গদি তৈরিতে নিয়োজিত থাকে। তুলা ব্যবসায়ীরা জানান, শীত মৌসুমের পুরো তিন মাস কারিগররা যে হারে লেপ-তোষক, গদি তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করে বছরের অন্য সময় তা হয় না। ফল শ্রুতিতে বছরের প্রায় ৮মাস তাদের অনেক দুঃখ, কষ্টের মধ্য দিয়ে পরিবার পরিজন নিয়ে দিন অতিবাহিত করতে হয়।
বিকল্প অন্য কোন পেশায় সম্পৃক্ত না থাকায় কারিগররা উপরোক্ত ৮মাস মূলতঃ কষ্টের মধ্য দিয়েই পার করে। বর্তমানে শীতের অর্ডারী লেপ-তোষক তৈরিতে ব্যস্ত। কারিগররা দিনে প্রায় ৪৫০-৬০০টাকা উপার্জন করছে। যা অন্য সময় কল্পনাতীত।
আরেক তুলা ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সাত্তার বলেন, তুলার দাম বৃদ্ধি পাওয়ায় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ বেড়েছে। তাছাড়া বর্তমানে কেনা-বেচা ভালই হচ্ছে। আগামীতে আরো ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নিম্ম শ্রেণীদের শীত কাটানোর একমাত্র সম্বল হচ্ছে পুরনো কাপড় দিয়ে তৈরী গ্রাম বাংলার নকশী কাঁথা। এখন তারা সেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। শীতের সঙ্গে সম্পর্ক আসে গ্রাম-বাংলার ঐতিহ্যেবাহী ভাঁপা পিঠা। অপরদিকে এ সময় খেজুর গাছে কলসি পাতানো শোভা পায়।

নন্দীগ্রাম (বগুড়া)