আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
“পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শনিবার সকাল ১০টায় থানা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, উপজেলা আ”লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, আত্রাই প্রেসকাবের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, এসআই হাইদার আলী, কামরুজ্জামান, শরিফুল ইসলাম, ডিএসবি নুরুল ইসলামসহ উপজেলার সকল ইউনিয়ন, ওয়াডের্র কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি