গোবিন্দগঞ্জে কমিউনিট পুলিশিং ডে উপলক্ষে র্যালী, আলোচনা সভা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে পুলিশিং ডে উপলক্ষে বনাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় এ উপলক্ষে গোবিন্দগঞ্জ থানা চত্ত্বর থেকে একটি বিশাল বনাঢ্য র্যালী বের হয়ে পৌর বন্দরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়নে থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা নির্বাহী অফিসার রামকৃ্ষ্ণ বর্ম্মণ, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স,ফুলকবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা,জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী।
এ কমিউনিটি পুলিশিং ডে এর অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ১টি পৌরসভা সহ ১৭টি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির সদ্স্যরা এতে অংশ গ্রহণ করেন।

গোবিন্দগঞ্জ, গাইবান্ধা- প্রতিনিধি