আশুলিয়ায় দুজনের লাশ উদ্ধার
সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে এক নারী ও রনস্থল এলাকার মধু মিয়ার অটোরিকশার গ্যারেজ থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তারা হলেন- আশুলিয়ার রনস্থল এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে রিকশাচালক বাসেদ হোসেন কালু (৩৮) ও টাঙ্গাইলের করটিয়া থানার নয়াপাড়া গ্রামের মজিবর ব্যাপারীর মেয়ে পোশাক শ্রমিক পপি আক্তার (২৫)। পপি আশুলিয়ার শ্রীপুর এলাকার রফিক মেম্বারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।
অপরদিকে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, শনিবার ভোরে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছে বলে সংবাদ দেয় স্থানীয়রা। আত্মহত্যাকারী পপি আক্তার স্বামী পরিত্যক্তা ছিলেন। ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

অনলাইন ডেস্ক