বিরামপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত
বিরামপুর থানা পুলিশের উদ্যোগে শনিবার (২৬ অক্টোঃ) র্যালি ও আলোচনা সভার মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। উপজেলা অডিটরিয়ামে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ইউএনও তৌহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আঃ ছাত্তার,সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, প্রবীণ রাজনীতিক আঃ আজিজ সরকার, প্রেসক্লাবের আহবায়ক একেএম শাহজাহান প্রমূখ।ওসি মনিরুজ্জামান বলেন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগণ থানা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং আইন শৃংখলা স্বাভাবিক রাখা সহজ হবে। এসময় উপস্থিত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা পুলিশকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি