শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বগুড়ার শেরপুর উপজেলায় বর্ণাঢ্য নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি ”এই শ্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে গতকাল শনিবার (২৬অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫(শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ আব্দুস সাত্তার, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খাতুন, শেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এ্যাড. তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান শাহীন প্রমুখ। শেরপুর থানা পুলিশের আয়োজনে এসব কর্মসূচিতে কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি