দুপচাঁচিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও এসআই আব্দুস সালামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল হক, পৌর মেয়র বেলাল হোসেন, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মাহবুবার রহমান তালুকদার মুকুল, মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, এসএম হেলাল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, অধ্যক্ষ সামছুল হক আকন্দ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ প্রমুখ। র্যালিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি