নন্দীগ্রামে কমিউনিটি পুলিশিংয়ের র্যালী ও আলোচনা সভা
কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে র্যালী ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সাড়ে ১১ টায় উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে একটি বর্ণ্যাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে।এরপর উপজেলা পরিষদ অডিটরিয়ামে থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শওকত কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা।সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক একেএম ফজলুল হক কাশেম,পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মুক্তার হোসেন বকুল, সদস্য সরফুল হক উজ্জল, কামরুল হাসান সবুজ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের নেতা মখলেছুর রহমান, মোজাম্মেল হক, আবদুল্লাহেল বাকী, জাহেদুর রহমান, মোফাজ্জল হোসেন, আনিছুর রহমান প্রমূখ। আলোচনা সভাটি পরিচালনা করেন, থানার এসআই মনোয়ার হোসেন। পরে স্থানীয় বাসষ্ট্যান্ডে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি