মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনের শপথ নিয়ে বগুড়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপিত
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে হাজারো মানুষের পদচারণায় বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯। বগুড়া জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বেলুন উড়িয়ে দিবসটিতে দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান।
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সচেতনতার বার্তা সম্বলিত বিভিন্ন দৃষ্টিনন্দন ফেস্টুন ও ব্যানার নিয়ে প্রায় ৫ সহস্রাধিক মানুষের সক্রিয় উপস্থিতিতে সকালে এক বর্ণাঢ্য র্যালী শহীদ খোকন পার্ক থেকে শুরু হয় যাতে বাড়তি শোভা বাড়িয়েছে হাতি ও সুসজ্জিত ঘোড়ার গাড়ি। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহীদ টিটু মিলনায়তনে গিয়ে শেষ হয়। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দীর্ঘদিন থেকে বগুড়া জেলা পুলিশ পরিবারের উদ্যোগে নেয়া সারাদেশের মাঝে ব্যতিক্রমী কিছু আয়োজনের মাঝে উল্লেখযোগ্য ছিল শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা। র্যালী পরবর্তী টিটু মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘অপরাধ দমনে প্রচলিত পুলিশিং এর চেয়ে কমিউনিটি পুলিশিং বেশি কার্যকর’ এই বিষয়ের পে সামিট স্কুল এন্ড কলেজ এবং বিপে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ অংশগ্রহণ করে। যাতে সামিট স্কুল এন্ড কলেজ জয় লাভ করে। পরে দিবসটি উপলক্ষে মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বগুড়ায় সার্বিক আয়োজনের নেতৃত্বে থাকা জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি হাবিবর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শুরুতেই সারাদেশের মাঝে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দৃষ্টিনন্দন অনুষ্ঠানের আয়োজন এবং বগুড়াতে জনবান্ধব পুলিশিং কার্যক্রমের জন্য জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন একটি দেশের উন্নয়নে ও সুন্দর সমাজ ব্যবস্থা গঠনে সবচেয়ে বেশী প্রয়োজন সুষ্ঠু আইন শৃঙ্খলা ব্যবস্থা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তিনি পুলিশের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আহব্বায়ক ও বগুড়া প্রেসকাবের সভাপতি মোজাম্মেল হক লালু, বগুড়া চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু।
র্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ জহরা ওয়াহিদা, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার যথাক্রমে সফিজুল ইসলাম, মোকবুল হোসেন ও আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে সদর সার্কেলের সনাতন চক্রবর্তী ও তাপস কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, জেলা গোয়েন্দা শাখার ওসি আছলাম আলী পিপিএম, বগুড়া সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জি.এম সাকলাইন বিটুল, সাধারণ সম্পাদক কামরুল হুদা উজ্জ্বল, সহ সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, শহর কমিটির সভাপতি আমিনুল ফরিদ ও সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার প্রমুখ। আলোচনা সভা পরবর্তী কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও ৩ টি বিভাগে শতাধিক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে কমিউনিটি পর্যায়ে পুলিশিং কার্যক্রমের উপর ভিত্তি করে ২ জনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত ২ জন হলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহব্বায়ক মোজাম্মেল হক এবং শিবগঞ্জের পুলিশ কর্মকর্তা নান্নু শেখ। অনুষ্ঠান চলাকালীন টিটু মিলনায়তন প্রাঙ্গণে দিনব্যাপী জেলা পুলিশের আয়োজনে এবং অনলাইন রক্তদান সংগঠনের ব্যবস্থাপনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় এবং রক্তদান কর্মসূচী পালন করা হয়। দিনব্যাপী কর্মসূচীতে বগুড়ার ২১ টি ওয়ার্ড এবং সকল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির ৫ শতাধিক নেতৃবৃন্দ সহ জেলার সর্বস্তরের প্রায় ৫ সহস্্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মসূচী আয়োজনের নেতৃত্বে থাকা জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দের ভূমিকা প্রশংসনীয়। ঐক্যবদ্ধভাবে মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় তিনি সকলকে সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান এবং পারিবারিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার