সাপাহারে ‘মানবাধিকার ও নারী অধিকার’ শীর্ষক যৌথ কর্মশালা
নওগাাঁর সাপাহারে উপজেলা পর্যায়ে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটস্ উইমেনস রাইট্স প্রজেক্ট স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে ‘মানবাধিকার ও নারী অধিকার’ শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অারোববার বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ দপ্তরের হলরুমে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সোহরাব হোসেন এর সভাপতিত্বে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: রুহুল আমিন,থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন,মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ,প্রাথমিক শিক্ষা অফিসার সহিদুল আলম, ট্রেনিং এন্ড এডভোকেসি অফিসার ডাসকো আবুল কালাম আজাদ, ফিল্ড অফিসার ভানু রানী প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি