কারাবন্দি বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে লাশ হলো কিশোর
একটি মারামারি মামলায় বাবা এক মাস ধরে কারাগারে। বাবাকে মুক্ত করার জন্য মিঠামইন থেকে মায়ের সঙ্গে কিশোরগঞ্জ সদরে এসে বাসা ভাড়া নেয় কিশোর মুন্না (১৩)। মাকে নিয়ে কারাগার-কোর্ট ঘুরে অবশেষে জামিনের ব্যবস্থা করা হয়। রোববার সকালে বাবাকে জামিন শুনানির জন্য কারাগার থেকে আদালতে নেয়া হয়।
এতে আনন্দে আত্মহারা কিশোর মুন্না। কোর্ট হাজতে থাকা বাবার জন্য খাবার নিয়ে সাইকেলে চালিয়ে যাচ্ছিল সে। তবে বাবার কাছে পৌঁছার আগেই লাশ হতে হলো তাকে। কোর্ট থেকে জামিন পেয়েই বাবা জানলেন তার প্রিয় সন্তান আর নেই।
আজ সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়পুল এলাকায় সাইকেল আরোহী মুন্নাকে পেছন থেকে চাপা দেয় যাত্রীবাহী একটি বাস। মুহূর্তেই নিভে যায় পরিবারের স্বপ্ন। কিশোরগঞ্জ জেলা হাসপাতালের বারান্দায় ছেলের মৃতদেহকে ঘিরে বুক চাপড়ে রোদন করছিলেন মুন্নার মা নূর জাহান। এ সময় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে।
তিনি আরও জানান, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক