মিঠাপুকুরে বাস-ভটভটি সংঘর্ষে নিহত ২
ঢাকা-রংপুর মহাসড়কে রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাস ও শ্যালো ইঞ্জিনচালিত যান ভটভটির সংঘর্ষে ভটভটির চালকসহ দুইজন নিহত হয়েছে।
রবিবার রাত ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁরা মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নের শাল্টিগোপালপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে মহাসড়কের বলদিপুকুর এলাকায় আরডি মিল্ক ভিটাসংলগ্ন এলাকায় ঢাকাগামী নাবিল স্ক্যানিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি শ্যালে ইঞ্জিন চালিত ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটির চালকসহ দুইজন নিহত হন।
লাশ দুটি নিকটস্থ বড় দরগাহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় আহত একজনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অনলাইন ডেস্ক