পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে হস্ত ও কুটির শিল্প মেলার প্রবেশ টিকেটের র্যাফেল ড্র অনুষ্ঠিত
পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজন মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার প্রবেশ টিকেটের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। মেলা শেষে গত শনিবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মেলা মাঠে উক্ত ড্র অনুষ্ঠিত হয়।
র্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
রোববার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে র্যাফেল ড্রতে বিজয়ী টিকেটধারীদের হাতে পুরস্কার হিসেবে মোটর সাইকেল, ফ্রিজ, টিভিসহ অন্যান্য পুরস্কার তুলে দেয়া হয়।

পঞ্চগড় প্রতিনিধি