নন্দীগ্রামে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত
বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নন্দীগ্রাম উপজেলা শাখার দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পৌর শহরের কলেজ পাড়ার অস্থায়ী কার্যালয়ে আলহাজ্ব শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাপুস উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব এফ জেড এম ফারুক খসরু, বাপুস জেলা কমিটির যুগ্ন-সম্পাদক মুনসুর রহমান, খোরশেদ আলম রবিউল, শামিম শেখ, বাপুস জেলা কমিটির সদস্য, তরিকুল ইসলাম কাজল, আরিফুল ইসলাম আরিফ, মিলন সরকার। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, মো: জমসেদ আলী, নজরুল ইসলাম, আনিসুর রহমান, আব্দুল ওয়াদুদ, রানা আহম্মেদ প্রমূখ।
সর্বশেষে আলোচনা সাপেক্ষে সবার সম্মতিক্রমে আলহাজ্ব শহিদুল ইসলাম কে সভাপতি, জমসেদ আলী কে সাধারন সম্পাদক ও আব্দুল ওয়াদুদ কে কোষাধ্যাক্ষ করে ১০ সদস্য বিশিষ্ঠ (বাপুস) নন্দীগ্রাম উপজেলা শাখা গঠন করা হয়।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি